অনুষ্ঠিত হলো মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট
কর্মক্লান্ত প্রবাসীরা বিদেশের মাটিতে নিজেদের প্রানবন্ত ও ইন্সট্যান্ট বিনোদনের জন্য দেশটিতে অধিক জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রবাসে কাজের পাশাপাশি খেলাধুলার আয়োজন করে তাদের সব সময় উজ্জীবিত রাখতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বাংলাদেশী প্রবাসীদের নিয়ে এ আয়োজন করা হয়েছে।
শনিবার ৯ অগাস্ট রাত ১০টা ৩০ মিনিটে বিডিএফসি মালয়েশিয়া ও এসএসএফ সিঙ্গাপুর প্রবাসীদের কুয়ালামাপুরে একটি জাতীয় স্টেডিয়াম এ দুই দলের মধ্যে ফাইনাল খেলা হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে প্রথম অর্ধে কোন গোল না হলেও দ্বিতীয় অর্ধে গোলের দারুণ সূচনা করেন বিডি এফসি মালয়েশিয়া। নব্বই মিনিটের চমকে তারা ৩/০ গোলে জয়ী হয় (বিডিএফসি মালয়েশিয়া)।
এ সময় সাধারণ প্রবাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বি ডি এফ সি মালয়েশিয়া এর সভাপতি- আব্দুল মবিন ভূয়া। আরো ছিলেন সহ সভাপতি- আলি আজগর মিলন। সহসভাপতি - রাফিজ রহমান রাসেল। সহসভাপতি- সোহাগ, সহসভাপতি মিজান। সাধারণ সম্পাদক- মো সাইফুদ্দিন।
অধিনায়ক - ইকবাল হোসেন সহ আয়োজক কমিটির নেতাসহ উৎসুক দর্শক প্রবাসী বাংলাদেশিরা।
 
        
      
Comments