কে ইয়ামালের এই নতুন প্রেম?

সাম্প্রতিক সময়ে একাধিক নারীর সঙ্গে জড়িয়ে নাম শোনা যাচ্ছে বার্সেলোনার তারকা লামিনে ইয়ামালের। মৌসুম শেষে ফুটবলের বিরতিতে ইয়ামাল প্রথম আলোচনায় আসেন ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকেজের সঙ্গে অবকাশ কাটানোর মাধ্যমে। এর পরই বার্সেলোনা তারকার নাম জড়ায় প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের সঙ্গে।
তবে ইয়ামালের জীবনে নারীদের আগমন এখানেই শেষ হয়নি। এখন শোনা যাচ্ছে আর্জেন্টাইন সংগীতশিল্পী ও র্যাপার নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োস সম্প্রতি এই সম্পর্কের খবর প্রকাশ করেছেন।
ইয়ামালের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নিকি নিকোল। তবে শুধু জন্মদিনেই তাদের সম্পর্কের শুরু হয়নি। সম্প্রতি একটি নাইট ক্লাবে দুজন আবারও একসঙ্গে সময় কাটান এবং একে অপরকে চুমুও খেয়েছেন। এই চুমুই তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে দিয়েছে।
হোয়োস তার মন্তব্যে বলেন,'শুধু যে তারা চুমু খেয়েছে তা–ই নয়, সেদিন থেকেই তাদের মধ্যে এক ধরনের সম্পর্কের সূচনা হয়েছে। আমি 'এক ধরনের সম্পর্ক' বলছি, কারণ তারা এখনো সঠিকভাবে প্রেমিক-প্রেমিকা নন। তবে তাদের সম্পর্ক এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।'
হোয়োস আরও জানান,'তাদের কাছের মানুষরা আমাকে জানিয়েছেন, তারা একে অপরকে বোঝার চেষ্টা করছে। তাদের মধ্যে এখন একটি গল্পের শুরু হয়েছে, যা হয়তো ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্পর্কেও রূপ নিতে পারে। তবে এখন তারা শুধু একে অপরকে জানার পর্যায়েই আছে। দুজনই খুব রোমাঞ্চিত!'
২৪ বছর বয়সী নিকি নিকোল আর্জেন্টিনার রোজারিও শহরের বাসিন্দা। তিনি বিজার্যাপ, ডুকি এবং রাউ আলেহান্দ্রোর মতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজ করেছেন এবং দুইবার লাতিন গ্র্যামিতে মনোনয়ন পাওয়াসহ অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন।
Comments