জার্মানিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা
অনাবিল আনন্দ নিয়ে শনিবার জার্মানির মিউনিখে হয়ে গেলো জার্মানিতে বসবাসরত শাবিপ্রবি'র সাবেক শিক্ষার্থীদের পূর্নমিলনী।
শনিবার দুপুরের পর মিউনিখ শহরের একটি মিলনায়তনে জার্মানির বিভিন্ন শহরে বসবাসরত ও অধ্যয়নরত প্রবাসী শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠানে স্বাগত জানানোর মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।। এসময় স্বাগত বক্তৃতা করেন সংগঠনের বর্তমান কার্যকরী সভাপতি মামুন রশীদ, আয়োজক কমিটির সভাপতি মোঃ মাহাদী হাসান এবং আগের বছরের পুর্নিমিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি গোলাম হাফিজ খান।
শুরুতেই আয়োজকদের নানা কর্মকাণ্ড নিয়ে বক্তব্যের একপর্যায়ে স্মৃতিচারণের মাধ্যমে শাবিপ্রবি'র সাবেক শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। বিশ্বিবদ্যালয়ে কাটানো তাদের সোনালী সে অতীত ফিরে পেতে চাওয়ার ব্যাকুলতার পাশাপাশি উঠে আসে নানা চমকপ্রদ ঘটনার বর্ণনা যা হাসি-কান্নার রোল বইয়ে দেয় অংশগ্রহণকারী সবার মাঝে। এ পর্বের পর ড. নিধু লাল বণিক শাবিপ্রবি অ্যালামনাই সমিতির জন্য প্রস্তুত করা নতুন ওয়েবসাইট এবং গঠনতন্ত্র উপস্থাপন করেন। এ উপলক্ষে তিনি এ দুটি প্রকল্প পরিকল্পনার মাধ্যমে শাবিপ্রবি অ্যালামনাইদের সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সংক্ষিপ্ত চা বিরতির পর অনুষ্ঠান পুনরায় শুরু হয়।
শুরুতেই অ্যালামনাই এসোসিয়েশনের নতুন অ্যাডভাইজারি ও এক্সিকিউটিভ কমিটির ঘোষণা দেন ড. নিধু লাল বণিক। ১১ সদস্যের উপদেষ্টা কমিটিতে নবীনদের পাশাপাশি আছেন প্রবীনরাও। আর এক্সিকিউটিভ কমিটির জন্য নির্বাচন হয়। এতে বিপুল ভোটে পরবর্তী দু'বছরের জন্য নাদেরা সুলতানা তানি প্রেসিডেন্ট এবং আঞ্জুমান আরা শাম্মি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। নতুন কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বরণ করে নেন পুরাতন কমিটির সদস্যরা। এরপরপরই শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গেমস। এতে বড়দের পাশাপাশি অংশগ্রহণ করে শাবিপ্রবি অ্যালামনাইদের শিশু-সন্তানেরা। খেলাধুলা পর্ব শেষে ছিল পুরষ্কারের ব্যবস্থা। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ছিল বিশেষ আয়োজন। সেখানে গান পরিবেশ করেন প্রবাসী শিল্পীরা। আয়োজকরা জানান পরবর্তী পুর্নমিলনী হবে ২০২৭ সালে জার্মানির এসেন শহরে।
Comments