জার্মানিতে বিএনপির উদ্যেগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিনটি স্মরণ করে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' পালন করেছে জার্মান ও বার্লিন বিএনপিসহ তার অঙ্গসংগঠন।
মঙ্গলবার ৫ আগস্ট জার্মানির রাজধানী বার্লিনে এ উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মেলার আয়োজন করা হয়।
দিবসটি উদযাপনে কর্মসূচির শুরুতে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে মিছিল সহকারে বিজয় র্যালি শুরু হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বার্লিন মিটের একটি মিলনায়তনের এসে শেষ হয়।
এরপর ফ্যাসিস্ট সরকারের পতন ও জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের স্মরণে শুরু হয় আলোচনা সভা। সংগঠনের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান এর পরিচালনায় জাতীয় ও দলীয় সংগীত ও দোয়ার পর শুরু হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, প্রধান বক্তা ছিলেন দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, বিশেষ অতিথি ছিলেন বার্লিন বিএনপির সাবেক সভাপতি মো: জসিম সিকদার, জার্মান বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, বার্লিন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল বেপারি, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিয়ত খান মিঠু, সাবেক প্রচার সম্পাদক শাহ আলম নানা, ও দলের সাবেক সিনিয়র নেতা নজরুল ইসলাম সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাঈদুর রহমান সাঈদ, রুবেল স্ট্যার্নকে, নিজাম দোকানদারসহ অনেকে। য় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বার্লিন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু তাহের, যুবদল নেতা রুহেল আহমেদ, মো: মাহবুবুর রহমান, রেদোয়ান আহমদ, আনহার মিয়া, জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর,সদস্য সচিব ইব্রাহীম সারোয়ার, ১ম যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ২য় যুগ্ম আহবায়ক জাকের হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহামিনুল ইসলাম মিশু, যুগ্ম আহ্বায়ক ওযায়ের আহম্মেদ পলাশ ও ১ নং সদস্য সাজ্জাদ আলীসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অনন্য মাইলফলক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে উল্লেখ করে বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদমুক্ত সত্যিকারের আগামীর বাংলাদেশ গড়তে হবে।
সবশেষে সাগর, নিজামসহ স্থানীয় প্রবাসী শিল্পীদের গান পরিবেশনা আগত সবাইকে মুগ্ধ করে। গণঅভ্যুত্থানের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেলায় জার্মান বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।
Comments