অধ্যাদেশের দাবিতে রাজধানীতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে আজ বুধবার সায়েন্সল্যাব এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা চলমান ব্যাচের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয় সনদ প্রদান করার দাবিও জানান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্দ্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির জন্য সরকারকে একাধিক বার আলটিমেটাম দিয়েছিলাম। সর্বশেষ ইউজিসিতে বসে অধ্যাদেশের জন্য রাষ্ট্রকে ৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিই; কিন্তু আমাদের হতাশ করে কর্তৃপক্ষ সেপ্টেম্বরে অধ্যাদেশ দেবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছে। এই কালক্ষেপণের প্রতিবাদে আজ শান্তিপূর্ণ বিক্ষোভকর্মসূচি পালিত হবে বলে জানান তারা।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য আব্দুর রহমান বলেন, আমরা বারবার বলেছি-শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমরা স্বতন্ত্র পরিচয়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি। আমাদের ওপর চাপিয়ে দেওয়া অনিয়মের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। সরকার যখন নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করেছে, তখন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
Comments