সিলেটে ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন যুবকের

সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টায় সিলেটের মাইজগাঁও রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। দুর্ঘটনায় দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
রেলওয়ে পুলিশ জানায়, সকালে স্থানীয়রা অজ্ঞাত যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া রক্তাক্ত দেহ রেললাইনের উপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
সিলেট জিআরপি থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক সকালের আন্তঃনগর উপবন ট্রেনের নীচে কাটা পড়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো এই লোকটির আত্মীয় স্বজন কেউ পাওয়া যায়নি।
Comments