অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জার্মানিতে মানববন্ধন
বাংলাদেশের সর্বত্র তৌহিদি জনতার ব্যানারে মব সৃষ্টি করে বাংলাদেশে অব্যাহত সকল সাম্প্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জার্মানির অভিবাসীরা।
রোববার ৩ আগষ্ট দেশটির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে মানবন্ধনে সর্বস্তরের প্রবাসীরা যোগ দেয়। এসময় অভিবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রামু থেকে কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট হয়ে রংপুরের গঙ্গাচড়ায় একই কায়দায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে হিন্দু ও সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, সন্ত্রাসী কায়দায় লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে এই সমাবেশ। অভিবাসীরা আরো অভিযোগ করে বলেন, আজ পর্যন্ত এসব হামলার কোন বিচার বিগত কোন সরকারই করেনি। অথচ গেল বছর রক্তঝরা জুলাইয় বিপ্লবের পর ড. ইউনুসের অধীনে এই অন্তবর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দেশের সকল ধর্মের, বিশ্বাসের ও মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।
দেশে চলমান সাম্প্রদায়িক সকল হামলার কোন দৃষ্টান্তমূলক বিচার না হলে চলমান আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দেন জার্মান অভিবাসীরা। সমাবেশে সর্বস্তরের প্রবাসীরা যোগদান করেন।
Comments