আওয়ামী লীগের এমপির দাপটে ভুয়া ডাক্তারের তিন বিয়ে

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের ঘনিষ্ঠ সহচর তার দাপট দেখিয়ে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে পরপর তিনটি বিয়ের অভিযোগ উঠেছে।
এমন এক নারীকে বিয়ের পর ৩ বছর সংসার করে অস্বীকার ও ভুক্তভোগী নারীকে প্রাণনাশের হুমকি দেয়ার পাশাপাশি উল্টো দুটি মামলা করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই নারী।
বৃহস্পতিবার দুপুরে জেলার বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আবু বাক্কারের মেয়ে সারাবান তোহরা।
সংবাদ সম্মেলনে তার দাবি, সাবেক এমপি আব্দুল ওদুদের ঘনিষ্ঠ হওয়ায় নিজেকে ডাক্তার পরিচয়ে একের পর এক তিনটি বিয়ে করেছেন সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট হাজীপাড়া গ্রামের ফিরোজ কবিরের ছেলে ইমরোজ আহমেদ সারুজ।
বিয়ের পর ভালোভাবেই সংসার চলছিল সারাবন ও ইমরোজের। কিন্তু ৪ মাসের সন্তান থাকা অবস্থায় স্ত্রী সন্তানের স্বীকৃতি চাইতে গেলেই অস্বীকার করে যোগাযোগ বন্ধ করেন ইমরোজ। উল্টো দিতে থাকে নানারকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি। এসময় পরিচয় সনাক্তে প্রয়োজনে ডিএনএ টেস্টের দাবি জানান তোহরা।
Comments