স্টোকসের ‘হ্যান্ডশেক’ বিতর্কে যা বললেন গম্ভীর

শুভমান গিল ও কেএল রাহুলের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর পর রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের বীরত্বে ম্যানচেস্টার টেস্টে নাটকীয়ভাবে ড্র করেছে ভারত। হার এড়িয়ে সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকা নিশ্চিত করেছে ভারত। তবে ওল্ড ট্রাফোর্ডে পঞ্চম দিনে সবকিছুকে ছাড়িয়ে এখন আলোচনায় 'হ্যান্ডশেক' বিতর্ক। ম্যাচের শেষ ঘণ্টায় যখন ১৫ ওভারের খেলা বাকি তখন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ম্যাচটি ড্র ঘোষণা করার প্রস্তাব দেন। তবে সেই সময় জাদেজা ও সুন্দর তাদের শতকের কাছাকাছি ছিলেন সে কারণে ভারত সেই প্রস্তাব গ্রহণ করেনি। স্টোকস বিরক্ত হলেও খেলা চলতে থাকে এবং শেষ পর্যন্ত তারা দুজনই শতক পূর্ণ করেন।
ব্যাটে-বলে নায়োকচিত পারফরম্যান্স দেখিয়েও বেন স্টোকস ইংল্যান্ডকে ম্যানচেস্টারে জেতাতে পারেননি। উল্টো এখন 'হ্যান্ডশেক বিতর্কে' জড়িয়ে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। খেলা যখন স্পষ্টভাবে ড্র-এর দিকে এগোচ্ছিল, তখন তিনি ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে 'হ্যান্ডশেক' করে ম্যাচ শেষ করার প্রস্তাব দেন। তবে এই দুই ব্যাটারই তখন শতকের দ্বারপ্রান্তে ছিলেন। ফলে সেই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেন। এরপর স্টোকস বল তুলে দেন হ্যারি ব্রুকের হাতে, যিনি মূলত একজন ব্যাটার এবং নিয়মিত বোলার নন।
এরপর জাদেজা ও ওয়াশিংটন সেঞ্চুরি পূর্ণ করলেও স্টোকস তাদের অভিনন্দন জানাননি। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাদের প্রশংসা করছেন এই ইংলিশ অধিনায়ক। মাঠে ইংলিশ অধিনায়কের এমন আচরণে নাখোশ ভারতের কোচ গৌতম গম্ভীর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'যদি ৯০ আর ৮৫ রানে ব্যাট করে, তবে তারা কি শতক পাওয়ার যোগ্য নয়? যদি ইংল্যান্ডের ব্যাটাররা এমন অবস্থানে থাকত, তাহলে কি তারা মাঠ ছেড়ে চলে যেত? না। আমাদের ছেলেরা কঠিন পরিস্থিতি সামলে শতক পেয়েছে। আমরা কাউকে খুশি করতে খেলি না।'
ভারতের অধিনায়ক গিলও স্টোকসের প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে সমর্থন করেছেন এবং জাদেজা ও সুন্দরের সেঞ্চুরি পাওনা ছিল বলে জানিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, 'এটা সম্পূর্ণভাবে ওদের ওপর নির্ভর করছিল, তবে আমরা ভেবেছিলাম তারা দারুণ ব্যাট করেছে। দুজনেই নব্বইয়ের ঘরে ছিল, তাই আমরা মনে করেছিলাম ওরা শতক পাওয়ার যোগ্য।'
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৩১১ রানে পিছিয়ে থেকে ফের ব্যাট করতে নেমে ক্রিস ওকসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে ২ উইকেট হারায় ভারত। তবে, গিল (১০৩), কেএল রাহুল (৯০), জাদেজা (অপরাজিত ১০৭) ও ওয়াশিংটন সুন্দরের (অপরাজিত ১০১) রানে ভর করে ১৪৩ ওভারে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ভারতকে বাঁচিয়ে দেয়। শেষ পর্যন্ত ইংল্যান্ড ড্র মেনে নিতে বাধ্য হয়।
Comments