মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইতালি বিএনপির দোয়া মাহফিল

দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে রাজধানীর মাইলস্টোন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইতালি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।
২৪ জুলাই বাদ মাগরিব রোমের প্রেনেস্তিনা মসজিদে এই দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে ইতালি বিএনপির কেন্দ্রীয় নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বিশেষ মোনাজাতে নিহত শিশুদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, 'মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জাতীয় বিবেককে নাড়া দিয়েছে। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি'।
দোয়া মাহফিলে ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি লকিয়ত উল্লাহ, বক্তব্য দেন সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি মোজাম্মেল হক দিপু, রোম মহানগরের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক সহ সভাপতি হযরত আলী, সেন্তেসেল্লে বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, প্রেনেস্তিনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিএনপি নেতা লোকমান হোসেন, মো. মিন্টুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
আলোচনা শেষে মোনাজাতে সবাই অংশ নেন এবং বাংলাদেশের জন্য শান্তি, ন্যায়ের প্রতিষ্ঠা ও নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত প্রার্থনা করা হয়।
Comments