ক্রীড়া উপদেষ্টাকে এসিসি চেয়ারম্যানের স্মারক উপহার

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁকে শুভেচ্ছা স্মারক উপহার দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে খেলা দেখার এক ফাঁকে এ স্মারক তুলে দেওয়া হয় যুব ও ক্রীড়া উপদেষ্টার হাতে।
উপদেষ্টাকে স্মারক তুলে দেওয়ার সময় এসিসি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৃহস্পতিবার (২৪ জুলাই) এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বাকি সব দেশের প্রতিনিধিদের সঙ্গে মিরপুরে খেলা দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি এবং এসিসি চেয়ারম্যান। ম্যাচের একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেডিয়ামে থেকে খেলা উপভোগ করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের শেষদিকে বিসিবি সভাপতিকে নিয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টাকে স্মারক তুলে দেন নাকভি।
নাকভির মাঠে থেকে খেলা দেখা অবশ্য স্বার্থক হয়েছে। আগের দুই ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তান দল এদিন দাপটের সঙ্গে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ১৭৮ রান করে পাকিস্তাব। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
Comments