বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক সাহাব উদ্দিন সহ মাইক্রোবাসে থাকা ৮ জনের সকলেই নিহত হয়েছে। নিহতদের সকলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে।
নিহতরা হচ্ছেন জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি বেগম, শ্যালিকা ইতি বেগম, তাদের আত্নীয় সীমা খাতুন, আনোয়ারা বেগম আনু, আঞ্জুমান আরা ও তার বোন আন্না খাতুম। নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান সকাল সাড়ে ১০ টার দিকে বড়াইগ্রাম উপজেলার সিরামপুর আইড়মারী ব্রীজ এলাকায় বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম থেকে অসুস্থ এক আত্নীয়কে দেখতে মাইক্রোবাসে সিরাজগঞ্জের এনায়েতপুরে যাচ্ছিলেন নিহতরা।
সিরামপুর এলাকার তরমুজ পাম্পের সামনে বিপরীত মুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়। আহত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরো এক নারীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় চালক সাহাব ও সিমা নামে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়।
Comments