রোমে সন্দীপ ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে

ইতালির রোমে সন্দীপ ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের ব্যানারে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমজমাট ও রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ফাইনালে মুখোমুখি হয় নীল দল বনাম সবুজ দল|
এই টুর্নামেন্ট ইতালির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তুলেছে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।
রোমের স্থানীয় একটি মাঠে এই ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রথমার্ধেই নীল দলের পক্ষে ফরোয়ার্ড মোঃ কাদের একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন।

ম্যাচের দ্বিতীয়র্ধেই আবারও দুই গোল নীল দল শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে ৩-০ গোলে নীল দল জয় লাভ করে।
এসময় খেলা উপভোগ করতে মাঠে হাজির হোন সন্দ্বীপ এর নারী পুরুষ এবং প্রবাসী বাংলাদেশীরা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন নীল দল ও রানার-আপ সবুজ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এসময় দুই গোল করে 'সেরা খেলোয়াড়' নির্বাচিত হন নীল দলের খেলোয়াড় মোঃ কাদের"।
সংগঠনের পরিচালক মামুন রোবেল এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হাজী সোলাইমান সেরাং, এমলাক শাহী, শহীদ উল্যাহ, হেলাল উদ্দীন, পারভেজ শাহী, আলাউদ্দিন, আকতার জাহাঙ্গীর, রাছেল তালুকদার, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি তাফছিরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া সংস্থার সভাপতি হাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মিজানুল হক মিজান সন্দীপ ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের পরিচালক ওমর ওসমান অপু, কাইয়ুম হায়দার, আশ্রাফ উল্যাহ, রাকিব, হাসান, সোহেল রানা, শাহীন আলম ও আরিফ উল্যাহ, সদস্যদের মধ্যে জয় মামুন, এ এস মামুন, রাছেল, রহমান, আরিফ জুনিয়ন, সিহাব, ইমতিয়াজ ইমু, সাজেদুল সাজু, সোহেল, মোমিন রোবেল, পলিন, শান্ত, ফাহাদ, জাহাঙ্গীর, জুয়েল, আফ্ফান প্রমুখ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের সফল সমাপ্তি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেছে। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজনের ঘোষণা দেন ক্লাবের নেতারা।
শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে একটি সফল ও উৎসবমুখর আয়োজনের সমাপ্তি ঘটে।
Comments