ইউক্রেনে শান্তি আলোচনা করতে প্রস্তুত পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছেন। তবে মস্কোর প্রধান উদ্দেশ্য লক্ষ্য অর্জন করা। রোববার (২০ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা বলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর রয়টার্স
পেসকভ বলেন, বিশ্ব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে মাঝে বলা অপমানজনক কথার সঙ্গে অভ্যন্ত হয়ে পড়েছে। তবে তিনি রাশিয়া সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করেছেন। মূলত তিনি শান্তি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক পাভেল জারুবিনকে পেসকভ বলেন, পুতিন তার বক্তব্যে বার বার ইউক্রেনে শান্তির জন্য কথা বলে আসছেন। তবে এটি একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া এবং এটি সহজ কোনো কাজ নয়।
ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য লক্ষ্য অর্জন করা।
এদিকে ট্রাম্প ইউক্রেনকে আবার অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। যার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল। এছাড়া তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে আরও অতিরিক্ত ৫০ দিন সময় দিয়েছেন।
Comments