জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রীবরদীতে ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে ১৯ জুলাই শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলা বিএনপির কার্যালয়ে ওই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপেল মাহমুদ এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগ, সাদ্দাম হোসেন, মিল্লাত আকন্দ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক চঞ্চল হাসান, মনজুরুল হাসান বাপ্পী, উপজেলা ছাত্রদলের সদস্য নাসির, পৌর ছাত্রদল নেতা মুয়াজ, খড়িয়া কাজিরচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ শাহিন, কাকিলাকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবাইদুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, "জুলাই ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহতালা তাদের মাফ করে দিক। আর যারা আহত হয়েছেন, আল্লাহতালা তাদের সুস্থ করে দিক। দোয়া করি তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাদের এই ত্যাগ মনে রেখে বাংলাদেশ বিনির্মানে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে, সার্বভৌম্যতের স্বার্থে বাংলাদেশী জাতীয়তাবাদ ছিলো, আছে ও ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।"
ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকন বলেন, "দীর্ঘ ১৬ বছর আন্দোলনের সর্বোচ্চ রূপরেখা হিসেবে প্রকাশ পায় জুলাই আগস্ট আন্দোলন।বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে এ আন্দোলনে বহু-শিক্ষার্থী পঙ্গুত্ববরণ ও শহীদ হয়েছে। সারাদেশে ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন অনেকেই। এই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।"
স্মরণসভা শেষে জুলাই আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Comments