লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রায়পুর উপজেলার প্রফেসর কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
জেলার পাঁচটি উপজেলার কৃতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যাপক কাজী সায়মা বিনতে ফারুকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, শিক্ষাবিদ শাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার কাজী রাসেল, সাইফুল ইসলাম ও আজিজুর রহমান খান বুলবুল।
বক্তারা বলেন, শুধু ফল ভালো করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। ভবিষ্যতে তারা যেন জাতির জন্য উপকারে আসে, সেই প্রত্যাশাই সকলের।
Comments