যে শর্তে বিলম্বিত হচ্ছে আর্জেন্টিনা-স্পেন মহারণ

গত বছর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। একই সময়ে ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা ঘরে তোলে স্পেন। এই দুই দল শিরোপা নিশ্চিত করার পর থেকেই সবার চোখ ছিল ফিনালিসিমার দিকে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশে চ্যাম্পিয়ন হওয়া দুই দল মুখোমুখি হয়ে থাকে ফিনালিসিমায়।
দীর্ঘ বিরতির পর ২০২২ সালে শুরু হয়েছিল ফিনালিসিমা। সেবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা জেতে কোপাজয়ী আর্জেন্টিনা। ২০২৪ সালে টানা দ্বিতীয়বার কোপাজয়ী আলবিসেলেস্তেরা ফিনালিসিমায় খেলার যোগ্যতা অর্জন করে। আর ইউরোর শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্বাচিত হয় স্পেন।
এই ম্যাচের জন্য দুই দল নির্ধারিত হলেও ফিনালিসিমা আয়োজন নিয়ে শুরু হয়েছিল নতুন অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের দুই পাওয়ারহাউসের বহুল প্রতীক্ষিত ম্যাচের দিনক্ষণ প্রায় চূড়ান্ত। ফুটবলবিশ্ব যখন অপেক্ষায় এমন এক মহারণ দেখার, তখন সুখবর নিয়ে হাজির হলো সংশ্লিষ্ট দু'দেশের ফুটবল সংস্থা। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ বিশ্বকাপ প্লে-অফ উইন্ডো, অর্থাৎ আগামী বছরের মার্চের ২৬ থেকে ৩১ তারিখের মধ্যে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন।
এই ম্যাচটি হতে যাচ্ছে 'ফিনালিসিমা' ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার প্রতিযোগিতা। ইতোমধ্যেই স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউজান এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া ম্যাচটি আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন।
তবে এখনো একটি বড় শর্ত রয়েছে, সেটি হলো প্রথমে স্পেনকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে হবে। যদি তারা প্লে-অফে পড়ে, তবে এই ম্যাচটি নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন সম্ভব হবে না। আর্জেন্টিনার জন্য এমন কোনো শর্ত নেই, কারণ লিওনেল স্কালোনির দল ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
এই ম্যাচে থাকবে ভরপুর তারকাখচিত উত্তেজনা। একদিকে সময়ের অন্যতম সেরা তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল, অন্যদিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ফুটবলপ্রেমীদের চোখ থাকবে এই দুই তারকার দিকে।
২০২২ সালে প্রথমবারের মতো 'ফিনালিসিমা' অনুষ্ঠিত হয়, যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলে ইতালিকে হারিয়ে শিরোপা জেতে। এই প্রতিযোগিতা মূলত ১৯৮৫ ও ১৯৯৩ সালে অনুষ্ঠিত 'আর্তেমিও ফ্রাঙ্কি কাপ'-এর আধুনিক সংস্করণ।
ম্যাচের ভেন্যু
ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত নয়। লন্ডন, সৌদি আরব এবং কাতার এই ম্যাচ আয়োজনে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে সৌদি আরব।
স্পেনের সময়সূচি
স্পেন তাদের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে। এরপর ৭ সেপ্টেম্বর তুরস্ক এবং অক্টোবরে জর্জিয়ার বিপক্ষে খেলবে তারা।
যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ২০২৫ সালের মার্চে ফুটবলভক্তদের সামনে হাজির হতে যাচ্ছে এক স্বপ্নের ম্যাচ মেসি বনাম ইয়ামাল, আর্জেন্টিনা বনাম স্পেন!
Comments