সফল অস্ত্রোপচার শেষে বেলিংহ্যামের কী অবস্থা

দীর্ঘ ২০ মাস ধরে কাঁধের ইনজুরিতে ভুগছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। অবশেষে লন্ডনের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই যন্ত্রণা থেকে মুক্তির পথে হাঁটলেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, দুদিন আগে লন্ডনে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। চিকিৎসকরা আশা করছেন, পুরোপুরি সেরে উঠতে তার সময় লাগবে প্রায় দুই মাস।
২০২৩ সালের নভেম্বর থেকে বাঁ কাঁধে অস্বস্তি নিয়েই খেলছিলেন বেলিংহ্যাম। ইনজুরি থাকলেও রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে নিয়মিত ছিলেন তিনি। গত মৌসুমে অসংখ্য ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে পারফরম্যান্সে ইনজুরির ছাপও দেখা গেছে। সবকিছু বিবেচনা করে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এই ইংলিশ তারকা, যেন নতুন মৌসুমে সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে পারেন।
বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অস্ত্রোপচারের পর বেলিংহ্যাম অন্তত অক্টোবর পর্যন্ত মাঠে ফিরতে পারবেন না। ফলে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর জন্য এটি হবে বড় একটি চ্যালেঞ্জ, কারণ দল সাজাতে হবে তার অন্যতম সেরা মিডফিল্ডারকে ছাড়াই।
সবকিছু ঠিকঠাক চললে আন্তর্জাতিক বিরতির পরই মাঠে ফিরতে পারেন বেলিংহ্যাম। সেক্ষেত্রে তিনি ফিরতে পারেন মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মাদ্রিদ ডার্বিতে, যেখানে রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ।
সফল অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বেলিংহ্যাম ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সবাইকে। তিনি লেখেন,'অ্যান্ড্রু ওয়ালেস, সুসান আলেক্সান্ডার ও তাদের পুরো টিমকে ধন্যবাদ জানাই। ফর্তিউস ক্লিনিকের চিকিৎসা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞ। ইভান ওর্তেগা এবং ড. লেয়েস, যাঁরা ভ্রমণ করে আমাকে সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা এবং সবশেষে, যারা আমার সুস্থতা কামনা করে ভালোবাসা পাঠিয়েছেন—সবাইকে ধন্যবাদ। আমার ফেরার যাত্রা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। শিগগিরই দেখা হবে।'
অস্ত্রোপচারের আগে গত ১০ জুলাই রিয়ালের হয়ে শেষ ম্যাচ খেলেন বেলিংহ্যাম, ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে সেমিফাইনালে। সুস্থ হয়ে মাঠে ফেরার আগে অন্তত ৬টি ম্যাচ মিস করবেন তিনি। রিয়ালের জন্য এটি একটি বড় ধাক্কা হলেও, সুস্থ ও ফর্মে থাকা বেলিংহ্যামই যে দলের জন্য দীর্ঘমেয়াদে বড় সম্পদ, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
Comments