বিহারে দুই দিনে বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু, বেশিরভাগই কৃষক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত দুই দিনে শক্তিশালী মৌসুমি ঝড়ে বজ্রপাতের ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
বজ্রপাতে নিহতদের বেশিরভাগই কৃষক, যারা মাঠে কাজ করার সময় মারা গেছেন। বিহার সরকার নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে।
হিন্দুস্তান টাইমসের সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২৪ সালে বিহারে বজ্রপাতে কমপক্ষে ২৪৩ জন প্রাণ হারায়। ২০২৩ সালেও ২৭৫ জন মারা যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তন ভারতের পূর্বাঞ্চলে তীব্র মৌসুমি বজ্রপাতের প্রবণতা তৈরি করছে। বায়ুর তাপমাত্রা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ উষ্ণ হয়ে ওঠে এবং বাষ্পীভবনের মাধ্যমে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পায়। এটি বজ্রপাতকে আরও বিপজ্জনক করে তোলে।
Comments