বরফগলা পানিতে ৮ দিন শুটিং করবেন সালমান খান

সালমান খান শিগগিরই শুরু করছেন তার নতুন ছবি 'Battle of Galwan'-এর শুটিং। লাদাখের হাড়কাঁপানো ঠান্ডায়, বরফগলা জলে ৮ দিন টানা শুটিং করার কথা জানিয়ে অভিনেতা বললেন, 'ভয় পাচ্ছি, কিন্তু করবই।' খবর এনডিটিভি
সম্প্রতি 'ইন্ডিয়ান সুপারক্রস লিগ'-এর সিজন ২ উদ্বোধনে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, 'শুটিং শুরু হচ্ছে ১০ দিনের মধ্যে। চরিত্রটা খুবই demanding সবই হাতাহাতির লড়াই, তাও লেহ-লাদাখের বরফগলা পানিতে। আট দিন টানা সেই ঠান্ডা জলে শুট করতে হবে। আমি আতঙ্কিত, তবে নিজের দায়িত্ব বুঝে নিচ্ছি।'
ছবিতে সালমান খান অভিনয় করছেন ২০২০ সালের গালওয়ান সংঘর্ষে শহিদ কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে। ১৬ বিহার রেজিমেন্টের এই সেনানা লড়াই করেছিলেন চীনা বাহিনীর বিরুদ্ধে। ছবির গল্প নেয়া হয়েছে শিব অরূর ও রাহুল সিংহের লেখা 'India's Most Fearless 3' বই থেকে। প্রথম প্রকাশিত মোশন পোস্টারে দেখা যায় রক্তমাখা মুখে সালমান খান, গোঁফসহ নতুন লুকে।
এদিন সালমান শুধু অতিথি হিসেবেই নয়, ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও বিনিয়োগকারী হিসেবেও হাজির ছিলেন 'ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগ'-এ। বাইকের প্রতি ভালোবাসা নিয়ে অভিনেতা বলেন, 'আমার প্রথম বাইক ছিল জোড়াতালি দিয়ে বানানো। ১২৫ সিসির ইঞ্জিন, বুলেটের চাকা, আর অন্য বাইকের ফ্রেম নিয়ে মাসখানেক সময়ে বানাই এক scrambled trail bike। আমার কাজিনের গ্যারেজে নিজের হাতে বানিয়েছিলাম।'
সালমান জানান, একদিন ঘুম থেকে উঠে দেখেন বাইক উধাও। পরে জানতে পারেন, বন্ধু সালিম সেই বাইক নিয়ে গিয়ে একটি ছবির শুটে কাজে লাগিয়েছেন, তাতে বাইকটা উড়ে হ্রদে পড়ে! আজও সেটা নাকি 'ফিল্ম সিটি'র লেকে পড়ে আছে!
আইএসআরএল-এ বিনিয়োগ প্রসঙ্গে সালমান বলেন, 'ভারতে বাইকপ্রেমীর অভাব নেই। মানুষ ভাবে এটা 'নিচ' খেলা, কিন্তু এত বাইক বিক্রি হয়, এত রাইডার-সমস্যা কেবল পরিকাঠামোর। আইএসআরএল সেই শূন্যতা পূরণ করতে পারে।'
তিনি বলেন, 'রাস্তায় রেস করে বিপদ ডাকার দরকার নেই। এখন ট্র্যাক আছে, লিগ আছে, প্ল্যাটফর্ম আছে-এখানেই নিজের ট্যালেন্ট দেখাও।'
কাজের দিক দিয়ে সালমান এখন একদিকে প্রস্তুতি নিচ্ছেন বরফঢাকা লাদাখে গালওয়ান যুদ্ধের দৃশ্যায়নের, অন্যদিকে আগ্রহী ভারতের মোটরস্পোর্ট সংস্কৃতি গড়ে তোলায়। বড় পর্দা হোক বা রেসিং ট্র্যাক দুই জায়গাতেই এখন ছুটছেন ভাইজান।
Comments