আওয়ামী লীগ জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

গোপালগঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপির) সমাবেশে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষাণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে পদযাত্রা। আমরা আগে থেকেই সময় ঠিক করা ছিল। নিষিদ্ধঘোষিত আওলামী লীগ এবং ছাত্র লীগ জঙ্গিকায়দায় হামলা করে।
আমরা কথা বলেছি। সফলভাবে হয়েছে। আমরা যখন মাদারীপুর যাওয়ার পথে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফ্যাসিস্ট মুজিববাদের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে হামলা করে। পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় খুলনায় চলে আসি। আজ আমাদের যে পথ সভা ছিল মাদারীপুর ও শরীয়তপুরে।
পথ সভায় আজ আমার ভাইদের উপর হামলা করেছে আওয়ামী দোসররা, মুজিব বাদ আওয়ামী লীগ একটি জংগি গোষ্ঠী এটি এবার প্রমাণ করেছে। আমাদের নিরাপত্তা দেয়া প্রশাসনের দায়িত্ব। এটি প্রশাসনের চরম ব্যর্থতা। প্রশাসন শেষের দিকে এসে যেভাবে দায়িত্ব পালন করেছে। এমন দায়িত্ব প্রথম দিক পালন করলে এমন ঘটনা ঘটত না। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তবে কেন প্রশাসন নিরাপাত্তা দিতে ব্যর্থ হলো।
এই গোপালগেঞ্জে যে কর্মকান্ডটি হয়েছে। সেটির মাধ্যমে দেশবাসির কিাছে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, আওয়ামী লীগের যে আসল রূপ, একটা মুজিববাদের সন্ত্রাসী, ফ্যাসিস্ট একটা জঙ্গিবাদে পরিনত হয়েছে। তিনি আরো বলেন, আমরা ৫ আগস্টের পর থেকে শুনে এসেছি যে, গোপালগঞ্জে ফ্যাসিস্টদের একটা আস্তানা তৈরি হয়েছে। তারা হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে। দেশে প্রচার হয়েছিল গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কেউ প্রোগাম করতে পারবে না। সেটি জাতীয় নাগরিক পার্টি ভেঙ্গে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে দেশের ৬৪টি জেলায় যাবে।
জাতীয় নাগরিক পার্টি সেই চ্যালেঞ্জ পূরণ করবে। পূর্ব ঘোষিত সময় অনুযায়ি বাকি প্রোগ্রামগুলো হবে। আগামী বুধবারে ফরিদপুরের প্রোগ্রামও হবে। যতই বাধা বিপত্তি যতই আসুক না কেন এগিয়ে যাব।
এনসিপির সদস্য সচিব আকতার হোসেন বলেন, পূর্ব ঘোষিত সময় অনুযায়ি আমরা গোপালগঞ্জে যাই। সেখানে পরিকল্পিতভাবে নিষিদ্ধঘোষিত ছাত্র লীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, ডা: তাসনিম জারা, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় ও এনসিপি খুলনার নেতারা উপস্থিত ছিলেন।
Comments