উল্লাপাড়া পৌরসভায় জলাবদ্ধতা নিরসন করতে পরিদর্শন করছেন প্রশাসক

উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উল্লাপাড়া পৌরশহরের বিভিন্ন জায়গায় পানি জমে আছে। মঙ্গলবার সকাল থেকে তিনি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, নালা ও পানি জমে থাকা এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, নালা-নর্দমা পরিষ্কার ও দীর্ঘমেয়াদি ড্রেনেজ প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।
বিশেষ করে স্বনামধন্য বিজ্ঞান কলেজ মোড়, বাজার গলি,টিনপট্টী সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, "জনদুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই জনগনকে সাথে নিয়েই এই জলাবদ্ধতা নিরসন করতে হবে।
পরিদর্শনকালে পৌর নির্বাহী কমকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া, সহকারী প্রকৌশলী সাফিউল কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments