স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন; স্বামী গ্রেপ্তার, গর্ভের শিশুর মৃত্যু

সিলেটের কানাইঘাটে ১০ মাসের সন্তানসম্ভবা স্ত্রী সাবানা বেগমের (২০) শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছেন তাঁর স্বামী। এ ঘটনায় স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে থানাপুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে স্ত্রী সাবানা বেগমের ওপর এই নির্মম হামলা চালানো হয়। খবর পেয়ে অসুস্থ স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিতে যান আক্তার। শ্বাশুড়ি তাতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তিনি বাজার থেকে একটি সফট ড্রিংকসের বোতলে করে পেট্রোল এনে ঘুমন্ত স্ত্রীর গায়ে ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান।
মেয়ের আর্তচিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। পরে আশঙ্কাজনক অবস্থায় সাবানা বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সবানা বেগম গতকাল রোববার সকালে একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি এখনও শঙ্কামুক্ত নন।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল ঢাকা জার্নালকে জানান, স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সাবানার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সাবানার বাবা আব্দুল জব্বার বলেন, 'মেয়েকে বিয়ে দিয়েছিলাম ভেবে ছিলাম ভালো থাকবে। এখন সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি এর বিচার চাই।'
Comments