কেন এমন রোগা হয়েছেন করণ জোহর?

চেনাই যাচ্ছে না বলিউড প্রযোজক, পরিচালক করণ জোহরকে। জরাজীর্ণ এ তারকাকে দেখে শিউরে উঠছেন নেটিজেন ও তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়তেই তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। তাই মুখ খুলেছেন এ তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন করণ। তাই এ তারকাকে বেশ রোগা দেখাচ্ছে। অনেকে আবার পরিচালকের রোগা ছবি দেখে শিউরে উঠছেন।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন করণ। সেখানে জানান নিজের ওজন কমানোর কারণ। বলেন, 'ছবি দেখে শিউরে উঠে লোকে তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল! আমি সকলতে বলতে চাই আমি একেবারে সুস্থ। আমার শরীরের এমন কোনও মারাত্মক রোগ বাসা বাঁধেনি। আমি ওজন কমিয়ে খুব খুশি, ভালো আছি। নিজেকে খুব হালকা মনে হচ্ছে আজকাল।'
করণ আরও বলেন, 'ওজন কমাতে 'ওম্যাড' ডায়েট মেনে চলছি। জীবনে অনেক পরিবর্তন অনুভব করছি বলতে পারেন। আমার ছেলে মেয়ের জন্যই ওজন কমিয়েছি।'
এরপরই এ পরিচালক বলেন, 'আমার দু'টি সন্তান রয়েছে। তাদের জন্য এখনও অনেকদিন বাঁচতে হবে। শুধু তাই নয়, দর্শকদের ভালো ভালো গল্প বলাও বাকি। তাই ফিট থাকতে ওজন কমানোর প্রয়োজনীয়তা অনুভব করি।'
কৌতুকশিল্পী সময় রায়না তার সোশ্যাল মিডিয়াতে প্রথম করণ জোহরের জরাজীর্ণ শরীরের একটি ছবি আপলোড করেন। হঠাৎ রোগা করণকে দেখে শিউরে ওঠেন নেটিজেন ও ভক্তরা। এরপরই ঝড়ের গতিতে ছবিটি ভাইরাল হতে শুরু করে।
Comments