'রাষ্ট্র সংস্কারের চেষ্টার শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে একটি মহল'

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার ভাগবাটোয়ারা নয়, তারা চেয়েছেন একটি নতুন দেশগঠনের রূপরেখা—যেখানে থাকবে ইনসাফ, ন্যায়বিচার এবং জনগণের দাবি অনুযায়ী নতুন সংবিধান। কিন্তু সেই রাষ্ট্র সংস্কারের চেষ্টার শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে একটি স্বার্থান্বেষী মহল, যারা পুরনো রাজনৈতিক সংস্কৃতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কাঠামো ধরে রাখতে চায়।
শনিবার (১২ জুলাই) সাতক্ষীরার খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে এক পথসভায় তিনি বলেন, "আমরা যখন বলেছি জাতীয় সরকার গঠন করে দেশ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হোক, তখন তারা বলেছে—তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন চাই। অর্থাৎ, তারা ক্ষমতার ভাগ চায়, সংস্কারে আগ্রহী নয়।"
তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা রাজপথে থেকেছেন, তাদের সেই আত্মত্যাগকে আসন ও ক্ষমতার লোভ দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা ভুলে গেছে—যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো দলের নেই।"
সাতক্ষীরার বাস্তব সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, "এখনো এই জেলাবাসী রেল সুবিধা পায় না, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষার মান উন্নত হয়নি। জলবায়ু পরিবর্তনের হুমকিতে আমাদের অঞ্চল ঝুঁকির মুখে, সুন্দরবনের অস্তিত্ব হুমকির সম্মুখীন। এই বাস্তবতা থেকে মুক্তি পেতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন এবং সেই ঐক্য হতে হবে।
Comments