উদ্বোধনের তিন দিনেই কপিলের ক্যাফেতে হামলা

ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডায় ব্যবসা শুরু করেন। স্ত্রী গিন্নি ছত্রথের সঙ্গে মিলে খোলেন একটি ক্যাফে। তবে উদ্বোধনের মাত্র তিন দিনের মাথায় ভয়াবহ হামলার মুখে পড়ে তাদের এই নতুন প্রতিষ্ঠান। এনডিটিভি থেকে জানা যায়, ঘটনা ঘটেছে গত ৯ জুলাই ভোরবেলায়। একদল দুষ্কৃতকারী গাড়িতে এসে ক্যাফের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। একাধিক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে গুলি ছোড়ার দৃশ্য দেখা যায়। ধারণা করা হচ্ছে, হামলাকারীরাই ভিডিওটি ধারণ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি, তবে ভয় ও উদ্বেগের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন হরজিৎ সিং লাড্ডি, যিনি খালিস্তানি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে পরিচিত। তার দাবি, কপিল শর্মার কিছু মন্তব্য 'আপত্তিকর ও অনভিপ্রেত' হওয়ায় এই হামলার মাধ্যমে তাকে সতর্কবার্তা দেয়া হয়েছে। হরজিৎ সিং লাড্ডির বিরুদ্ধে ভারতের বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গাকে হত্যার অভিযোগ রয়েছে। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মোস্ট ওয়ান্টেড তালিকায়ও রয়েছে তার নাম।
অন্যদিকে, কানাড প্রশাসন জানিয়েছে, ঘটনার পেছনে আন্তর্জাতিক কোনো নেটওয়ার্ক কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকাজুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে কানাডায় বসবাসরত ভারতীয় প্রবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কপিল শর্মার পাশে দাঁড়িয়েছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে কাজ করছে কানাডিয়ান আইনশৃঙ্খলা বাহিনী। কপিল শর্মা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
Comments