বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না: খেলাফত মহাসচিব

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবেই অর্থবহ হবে না। দেশের মানুষ যেনতেন নির্বাচন চায়না। নির্বাচনের আগে অবশ্যই জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান, সংস্কার ও জুলাই সনদ ঘোষণা জরুরি। প্রয়োজনীয় এসব সংস্কার শেষে নির্বাচন হলে সেই নির্বাচন হবে অর্থবহ।
শুক্রবার বিকেল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আবদুল কাদের বলেন, আমরা আশা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। তার আগেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হবে। এছাড়া জুলাই মাসের আগেই জাতীয় ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ ঘেষণা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
নির্বাচনি জোট প্রসঙ্গে খেলাফত মজলিশ মহাসচিব বলেন, সব ইসলামপন্থী দল মিলে আমরা একটি জোট গঠনের কাজ করছি। কার্যকরি জোট যাতে করা যায় সে লক্ষ্যে কাজ চলছে। সব ইসলামপন্থী দলের ভোট এক বাক্সে কীভাবে আনা যায় সেই লক্ষ্য একটি কার্যকরি জোট গঠনের প্রক্রিয়া চলছে। আমরা আশবাদি।
পিআর প্রসঙ্গে ড. আহমদ আবদুল কাদের বলেন, কিছু কিছু দল ইতোমধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। এটা আমাদের দলীয় দাবি নয়। তবে যদি সেটি (পিআর পদ্ধতি) করা যায় তাহলে ভালো হবে, আমরা সেটি সমর্থন করি। বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি চালু আছে। সেটি হলে একটি কার্যকর সংসদ হবে বলেও তিনি জানান।
পরে সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ।
সিলেট: সিলেট-১ আসনে সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে সিলেট জেলা উপদেষ্টা মুফতী আবুল হাসান, সিলেট- ৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ সভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর শাখার তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্য লুটন শাখা সহ সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির।
মৌলভীবাজার: মৌলভীবাজার-১ আসনে কাতার শাখা সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ।
হবিগঞ্জ: হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এসময় খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments