দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত

কুয়েতে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত মে ও জুন মাসে প্রায় ৬ হাজার ৩০০ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী কুয়েতের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে এবং দেশকে অবৈধ শ্রমিকমুক্ত করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে। আটককৃতদের মধ্যে অনেককেই অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এবং কিছু ক্ষেত্রে আদালতের রায়ের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে।
তবে ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ কুয়েতকে অবৈধ অভিবাসীমুক্ত করার নির্দেশনা দেন, যা গত বছরের সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর থেকেই কার্যকর রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন বাস্তবায়নের অংশ হিসেবেই এই কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
Comments