ইতালিতে অনুষ্ঠিত হলো মিলান বাংলাদেশ উৎসব

দেশের তারকাদের নিয়ে ইতালির মিলানে অনুষ্ঠিত হলো মিলান বাংলাদেশ উৎসব ২০২৫। মঞ্চ কাঁপিয়ে নাচে গানে হাজারো প্রবাসী দর্শকের মন মাতালো বাংলাদেশের তারকারা।
মিলান বাংলাদেশ উৎসব ২০২৫ এর ফিতা কেটে উদ্বোধন করেন এবং সবাইকে স্বাগত জানিয়ে নতুন প্রজন্ম ও ইতালীয়দের মাঝে দেশীয় সংস্কৃতি পরিচয়ের লক্ষ্যে এই আয়োজন। বললেন আয়োজক ইউরোমন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ফাহমিদুল ইসলামকে।
ছয় জুলাই রবিবার দিনব্যাপী এই আয়োজন শুরু হয় বাংলাদেশ ও ইতালির জাতীয় সংগীতের মাধ্যমে।

অনুষ্ঠানে দেশীয় খাবারসহ বিভিন্ন পণ্যের স্টল, সম্মাননা প্রদান, লাকি কুপনে মিলান টু ঢাকা বিমান টিকেট এবং আইফোনসহ বিভিন্ন পুরস্কার শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। নাচ পরিবেশন করে প্রবাসীদের কে শ্রদ্ধা জানান অভিনেত্রী তানহা তাসনিয়া। অনুষ্ঠানে সাগর বাউল সঙ্গীত পরিবেশন করে বলেন, প্রবাসীদের সাথে মিশে প্রাণ জুড়িয়ে গেলো। অনুষ্ঠানে বক্তব্য দেন মিলানো পৌরসভা পাঁচের কাউন্সিলর বিভাস চন্দ্র কর, নুর মোহাম্মদ মালেক, রুহুল আমিন রাহুল, মামুন হাওলাদার, মারুফুল ইসলাম রুবেল, খোরশেদ আলম শ্রাবন, বাবলু হাজারী, মোঃ সোহেল ফরাজী, সুমন আহমেদ, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারসহ অনেকে।

লাকি কুপনে বিজয়ীরা ধন্যবাদ জানান আয়োজকদের। এমন আয়োজনে অংশ নিয়ে খুশি প্রবাসীরা। শিশুদের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।
স্টল নিয়ে দেশীয় খাবারসহ বিভিন্ন পন্যের পসরা বসেছিলো দেখার মতোই।
নাচে গানে হাজারো দর্শক হৃদয়ে ভালোবাসা আর আনন্দে ভরিয়ে দেয় দেশের তারকারা।
উৎসবে অংশ নেন ইউরোপ ও ইতালির বিভিন্ন শহর থেকে আসা হাজার হাজার দর্শক।
এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী নতুন প্রজন্ম ও বিদেশীদের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য পরিচিতি লাভ করবে এমনটি প্রত্যাশা আয়োজকদের।

হাজারো বাংলাদেশীদের মিলন মেলায় মিলানের এই উৎসব প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিলো একটুকরো বাংলাদেশ।
Comments