ভারতকে ভয় পাওয়ার কোন কারণ নেই : চুয়াডাঙ্গায় নাহিদ ইসলাম

এনসিপি কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা উপলক্ষে চুয়াডাঙ্গায় পথসভা ও পদযাত্রা হয়েছে। বুধবার বেলা আড়াইটার সময় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই পদযাত্রার সমন্বয়ক মোল্লা এহসান ফারুক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্য দেন দলটির দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম, জেষ্ঠ সদস্য সচিব ডা.তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, আক্তার হোসেনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতকে ভয় পাওয়ার কোন কারণ নেই, আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমাদেরকে পানির ন্যায্য হিস্যা দেওয়া হয়নি।আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিক ভাবে পঙ্গু করে দেয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষকে খুন-গুম করে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিলেন আপনাদের সন্তানেরা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে শতশত নিরিহ বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। বিগত সময়ের কোনো সরকারই এর প্রতিবাদ করেনি। আমরা বলে দিয়েছি আর একজন বাংলাদেশিকে হত্যা করা চলবে না। বিজিবির ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা ভারতীয় প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলবেন। তারা অস্ত্র দিয়ে কথা বললে আপনার অস্ত্রের ভাষায় তার জবাব দিবেন।
এ সময় চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা যে কোন প্রয়োজনে পাশে পাবেন আমাদের। এনসিপি আপনাদের সাথে আছে। আপনাদের সাথে আছি আমরা আপনাদের সন্তান আমরা, বাংলাদেশের বিনির্মাণে নতুন করে যাত্রা শুরু করতে চাই প্রয়োজনীয় সংস্থার ছাড়া এদেশে নির্বাচন সম্ভব নয়। জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি মাঠে থাকবো।
নাহিদ ইসলাম আরও বলেন, আপনাদের দ্বারে দ্বারে যাবো। বিশেষ চাঁদাবাজি চলছে ভয়ংকর ভাবে এগুলো এখনই প্রতিরোধ করতে হবে।
গতকাল মেহেরপুরে পদযাত্রা শেষ করে সেখানে যাত্রী যাপন করেন। এরপরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে আজ বেলা ১২ টার পরে সেখান থেকে রওয়ানা হয়ে চুয়াডাঙ্গার হাট বোয়ালিয়া পৌঁছে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এর পর পদযাত্রা নিয়ে তারা আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গায় এসে পৌঁছান বেলা আড়াইটার দিকে। এসময় মুসলধারে প্রবল বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে পথসভায় যোগ দেন। এর পরে দামুড়হুদা, দর্শনা হয়ে সন্ধ্যায় জীবননগরে গিয়ে শেষ হয়। এ সময় দর্শনা সুলতানপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে নিহত ইব্রাহিম বাবুর ঝাঝাডাঙ্গা গ্রামের বাড়িতে যান এনসিপির নেতারা।
Comments