কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। রোববার (৫ অক্টোবর) বিকেলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়া পাড়া এলাকায় আকস্মিক ঘূর্ণিঝড়ে প্রায় ৪০০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। প্রচণ্ড ঝড়ে উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। এ ঘটনায় তিনজন আহত হন।
বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে এক বস্তা করে শুকনো খাবার ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া রাতে খিচুড়ি রান্নার জন্য ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী-০৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, এনসিপি'র উপজেলা সমন্বয়ক আব্দুল কাইয়ুম এবং রেড জুলাইয়ের মোতালেব হোসেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম জানান, ঝড়ে প্রায় পাঁচ'শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, তিনটি গবাদী পশু মারা যায়। এছাড়া গাছ চাপা ও ঘরের নিচে পড়ে তিন ব্যক্তি আহত হয়েছেন। প্রাথমিকভাবে আমরা সরকারিভাবে ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে সবাইকে এই সহায়তা প্রদান করা হবে।
Comments