এসএসসির ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না : শিক্ষা মন্ত্রণালয়

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল দুই মাসেরও কম সময়ের মধ্যে প্রকাশিত হচ্ছে। এবার ফল প্রকাশে কোনো ধরনের বাড়তি আনুষ্ঠানিকতা বা বাহুল্য থাকছে না।
বুধবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের কার্যালয়ে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সিআর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন।
ড. আবরার জানান, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এর ফলে ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে পূর্বের মতো কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করা হবে না।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল এবং ১৩ মে তা শেষ হয়। সারা দেশে ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। খুব অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় সন্তোষ প্রকাশ করেছে।
Comments