ব্যাংক খাতের উত্থান: স্থবিরতা কাটছে পুঁজিবাজারের

আজ বুধবার (০৯ জুলাই) পুঁজিবাজারে দারুণ ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই আজ সূচক, লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। ব্যাংক খাতের উত্থানই বাজারকে ইতিবাচক করতে ভূমিকা রেখেছে। পুঁজিবাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংক খাত। এ খাত ভালো থাকলে বাজার অবশ্যই ভালো অবস্থানে থাকবে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শেয়ারবাজার এখন পুনরুদ্ধারের পথে।
আজ ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স প্রায় ৫৪ পয়েন্ট বেড়েছে। লেনদেনের পরিমাণও বেড়েছে প্রায় ৮৯ কোটি টাকা। ডিএসইতে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগেরদিন লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৭৫ লাখ টাকা। এটি বাজারের তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট প্রমাণ।
ডিএসইতে লেনদেনকারী ৩৭৩টি প্রতিষ্ঠান বা ৬৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে, কমেছে মাত্র ৭৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টির দর।
ব্যাংক খাতে লেনদেন হয় ১১০ কোটি ৫০ লাখ টাকা। দর বেড়েছে ৪৪ শতাংশ কোম্পানির। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৮৭ কোটি টাকা। প্রকৌশল খাতে লেনদেন হয় ৬৬ কোটি টাকা। সূচকের উত্থানে বড় ভিূমিকা ছিল ওয়ালটন, রবি, বিএটিবিসি, ইউনাইটেড পাওয়ারের দরবৃদ্ধি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ ভালো অবস্থানে ছিল। প্রধানসূচক সিএএসপিআই প্রায় ১৩০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি ৩৫ লাখ টাকা, যা আগেরদিনের ৭ কোটি ২৫ লাখ টাকার তুলনায় প্রায় সাতগুণ বেশি।
সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫১টির দাম বেড়েছে, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শেয়ারবাজার এখন পুনরুদ্ধারের পথে।
Comments