১০ বছরের সাজা এড়াতে দুই ভাই পালিয়েছিলেন ৫ বছর, অবশেষে গ্রেফতার!

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক মামলায় ১০ বছর করে সাজা এড়াতে পালিয়ে ছিলেন দুই ভাই। অবশেষ তথ্য প্রযুক্তির সহযোগিতা ও গোপন এক সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।
গত শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার বল্লা বড়বাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বল্লা এলাকার মোহাম্মদ আলী মাস্টারের দুই ছেলে মফিজুর রহমান ও শফিকুল ইসলাম। রবিবার (২৪ আগস্ট) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাকির হোসেন জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সালে মাদক মামলা হয়। আদালত দুই ভাইকে ১০ বছর করে সাজা প্রদান করে। কিন্তু তারা পলাতক ছিলেন। শনিবার রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
Comments