এবার আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য

টেক্সাসের পর এবার আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এরই মধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ। প্রতিবেশী রাজ্য টেক্সাসে ভয়াবহ বন্যা আঘাত হানার মাত্র কয়েকদিনের মধ্যেই নিউ মেক্সিকোতেও জরুরি অবস্থা জারি করা হলো।
গত শুক্রবার টেক্সাসে আকস্মিক বন্যা শুরুর পর এ পর্যন্ত ১০৯ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া অন্তত ১৬১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।
জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানিয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর আসছে। রুইডোসো এলাকা থেকে। দক্ষিণ নিউ মেক্সিকোর একটি পাহাড়ি গ্রাম, যা আলবুকার্ক থেকে প্রায় তিন ঘণ্টা দক্ষিণে অবস্থিত।
যেখানে বন্যার পানিতে এক বাবা ও দুই সন্তান ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে, যাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। এছাড়া বন্যা কবলিত বিভিন্ন এলাকায়ও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রামটির জরুরি ব্যবস্থাপনা অফিস নদীর কাছের মানুষদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বন্যার জলের মধ্য দিয়ে গাড়ি চালানোয় সতর্ক করেছে।
ওই এলাকায় দাবানলে ক্ষতির চিহ্ন এখনো মেটেনি। এরইমধ্যে নদী, খাল ও খাদে বন্যার তীব্রতা বেশি হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া গ্যাভিলান ট্রেলার পার্কে একাধিক উদ্ধারকাজ চলছে এবং বাড়িঘর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো আহত বা মৃত্যুর খবর নিশ্চিত না করলেও অসংখ্য মানুষ নিখোঁজ থাকার কথা জানিয়েছেন ওই এলাকার মেয়র।
আলবুকার্ক এলাকার আবহাওয়া পরিষেবা এনডব্লিউএস সামাজিক মাধ্যম এক্স-এর একটি পোস্টে জানিয়েছে, রিও রুইডোসোতে বন্যার ঢেউ ১৫ ফুট (৪.৫ মিটার) উঁচুতে পৌঁছে যায়। বন্যার তীব্রতা বেশি থাকায় ওই এলাকার বাসিন্দাদের উচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তারা বলছে, আমরা সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা ভিডিওতে রুইডোসোতে বন্যার পানিতে একটি বাড়ি ভেসে যেতে দেখেছি।
এনডব্লিউএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিউ মেক্সিকোতে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। গত কয়েক মিনিটে, "একজন বাবা এবং দুই সন্তান ভেসে গেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্ধার কর্মীরা তাদের খোঁজ করছে।"
বন্যা নিয়ে একের পর একের পর এক হালনাগাদ তথ্য জানাচ্ছে তারা। বিভিন্ন জায়গায় আটকে পড়াদের উদ্ধারের জন্য নানা ভাবে তথ্য আসছে বলেও জানানো হয়েছে।
অনেকেই সামাজিক মাধ্যমে বন্যার বিভিন্ন ভিডিও শেয়ার করছেন। সোশ্যাল মিডিয়ায় ক্যাটলিন কার্পেন্টার নামের এক ব্যক্তির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গাঢ় বাদামী বন্যার পানির স্রোত একটি বাড়িকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এটি নিউ মেক্সিকোর ঘটনা বলে দাবি করা হচ্ছে। আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা ভবনটি ছাদ পর্যন্ত ডুবে থাকতে দেখেছেন।
রুইডোসো গ্রামের সরকারি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গ্যাস লিকেজ সম্পর্কে জানানো হয়েছে। গ্রামের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত ঈগল ড্রাইভ এলাকায় গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ক্ষতির পরিমাণ বা কখন মেরামত হবে তা এখনো জানা যায়নি।
Comments