আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব দেখতে টিএসসিতে দর্শকদের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল এবং তারুণ্য নির্ভর মূকাভিনয় সংগঠন "ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন" কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ২০২৫ দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে।
গত ৫ জুলাই বিকাল ৪ টায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিন দিনব্যাপী এই উৎসবটি চলবে আজ ০৭ জুলাই পর্যন্ত। এতে ডেনমার্ক, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ থাকছে ।
গতকাল সন্ধ্যার আয়োজনে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মডারেটর অধ্যাপক ড ফাদার তপন ডি রোজারিওর লেখা মূকাভিনয় বিষয়ক বই ' নৈশব্দের প্রতিধ্বনি: মাইমের শিল্পান্বেষণ' এর মোড়ক উন্মোচন করা হয়। বইটি ইংরেজি ও বাংলা দুই ভার্সনেই লিখিত। ডেনমার্কের ডেনি ডেনিস, দক্ষিণ কোরিয়ার রজার কিম, বাংলাদেশের মিরর মাইম থিয়েটার, প্ল্যাটফর্ম ২৫ এবং মাইম ফেইস পরিবেশনায় অংশ নেয়।
দিনব্যাপী আয়োজনের শুরুটা হয় মূলত দুপুর ১২ টায় ডেনি ডেনির ৩ ঘন্টাব্যাপী কর্মশালার মধ্য দিয়ে। বিকেল জুড়ে ছিল দক্ষিণ কোরিয়ার শিল্পী পিকপিকের ক্লাউন মাইম। যা উৎসবের মাত্রাকে ভিন্ন পর্যায়ে নিয়ে যায়। দর্শকদের সাথে মজাদার ও হিউমার ভিত্তিক যোগাযোগ তৈরি করে সরাসরি।
আজ একইভাবে থাকছে দিনব্যাপী আয়োজন। যেখানে পোস্টার প্রদর্শনী, কর্মশালা, সেমিনার, মুক্ত আলোচনা, মূকাভিনয় প্রদর্শনী উপভোগের সুযোগ পাচ্ছে আগ্রহী দর্শকরা।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান এবং সাধারণ সম্পাদক মুন্নার মতে, "একটি ট্রানজিশনাল পিরিয়ড পাড় করছে আমাদের দেশ। এর মধ্যেও আমাদের উৎসবের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছি"।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মীর লোকমান বলেন, "এই উৎসবটি বাংলাদেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশের সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করছে। সবাইকে আগামীর সুন্দর ও শান্তিপূর্ণ বিশ্ব তৈরির বার্তা দিচ্ছে উৎসবের মঞ্চ থেকে"।
উল্লেখ্য, ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি 'না বলা কথাগুলো না বলেই হোক বলা' স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি । এরই মধ্যে দেশে-বিদেশে আট শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে মূকনাট্যদলটি। আর্মেনিয়া, মরক্কো, ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মূকাভিনয় ও নাট্যোৎসবে অংশ নিয়েছে সংগঠনটি।
Comments