নির্বাচন যাতে না হয় তার জন্য ষড়যন্ত্র হচ্ছে: সাবেক মন্ত্রী সালাম পিন্টু

বিদেশীরা নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নির্বাচন যাতে না হয় তার জন্য ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনায় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সালাম পিন্টু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি অবস্থায় ছিলেন। তিনি কারাগারের অভ্যন্তরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়নি। ডাক্তাররা বার বার তাঁকে বিদেশ পাঠানোর চেষ্টা করেছেন উন্নত চিকিৎসার জন্য। কিন্তু দেশের বাইরে যেতে দেয়া হয়নি। কারাগারে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে ফুড পয়জনে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু কোন ষড়যন্ত্র কাজ হয়নি। মহান আল্লাহ তাআলা এখনো ওনাকে বাঁচিয়ে রেখেছেন।
তিনি বলেন, আমাদের নেত্রীকে তত্বাবধায়ক সরকারের আমলে বিদেশ যেতে বলা হয়েছিল। কিন্তু নেত্রী বলেছিলেন, এই দেশ ছাড়া অন্য কোন জায়গায় আমাদের ঠিকানা নেই। তিনি দেশেই ছিলেন। শেখ হাসিনা তখন বিদেশে গিয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে দেশে ফিরে সেই ষড়যন্ত্র বাস্তবায়িত করে ক্ষমতায় বসেছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের কাছে তুলে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগনের ইজ্জত অন্যের কাছে বিক্রি করে দিয়ে ক্ষমতা চাননি।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির এই নেতা আরও বলেন, এই ১৭ বছর আমাদের নেত্রী বেগম খালেদা ও দেশ নায়ক তারেক রহমান সংগ্রাম করেছেন এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করার জন্য। এই দেশের মুসলমানদের মান ইজ্জত সম্মান প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। আজ সেই কাজের ফসল হিসেবে আমরা মুক্তি লাভ করেছি।
এ সময় দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপি'র সভপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ বক্তব্য রাখেন।
Comments