সাংবাদিকদের ওপর হামলার ছয় দিন, আসামিরা প্রকাশ্যে

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ছয় দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। অভিযোগ রয়েছে, তারা থানার সামনেই দলবল নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।
গত ৩০ জুন প্রেসক্লাবের সামনে নেতৃত্বসংকটকে কেন্দ্র করে সভাপতি মো. আবুল কাশেম ও তার সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা হয়। এতে ৩০ জনের বেশি আহত হন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক থানায় মামলা করেন।
মামলায় প্রধান আসামি আবু নাসের মো. আবু সাঈদ, তার সহযোগী আল ইমরান, অমিত ঘোষ ও শাকিলা ইসলাম জুঁইয়ের বিরুদ্ধে হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। জুঁই জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী হলেও হামলার সময় লোহার রড হাতে দেখা যায়—যার ভিডিও ভাইরাল হয়।
সাংবাদিকরা অভিযোগ করেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। উল্টো প্রধান আসামি আবু সাঈদ পাল্টা মামলা দিয়ে ৩৭ জন সাংবাদিককে আসামি করেছেন।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বলেন, "পর্যাপ্ত প্রমাণ থাকার পরও আসামিরা ধরা পড়ছে না, যা প্রশাসনের ব্যর্থতা।"
ওসি জানান, একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। পুলিশ সুপার বলেন, "থানার সামনে ঘোরার বিষয়ে তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
Comments