প্রধানমন্ত্রীর পদ হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন

প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের ব্যাংককের গভর্নমেন্ট হাউসে বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণের মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নেশনের খবরে বলা হয়, সংস্কৃতিবিষয়ক নতুন মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত পেতংতার্ন সকাল ৯টা ৭ মিনিটে গভর্নমেন্ট হাউসে পৌঁছান।
তিনি সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানান, যদিও ১ জুলাই (মঙ্গলবার) ক্রিমিনাল কোর্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
এর আগে সকাল ৭টা ৪১ মিনিটে কৃষি ও সমবায় মন্ত্রী আত্তাকর্ন সিরিলাত্তায়াকর্ন, উপশিক্ষামন্ত্রী তেওয়ান লিপতাপাল্লপ এবং উপ-স্বাস্থ্যমন্ত্রীরা চাইচানা ডেচডেচো ও অনুচা সসোমসুব গভর্নমেন্ট হাউসে পৌঁছান। সকাল ৭টা ৫৬ মিনিটে শ্রমমন্ত্রী পংকাবিন জুংরুংরুয়াংকিত পৌঁছান। এরপর অন্যান্য মন্ত্রীরাও একে একে অনুষ্ঠানে যোগ দেন।
পরে মন্ত্রীরা সান্তি মাইত্রি ভবনে গিয়ে আরটি-পিসিআর টেস্ট করান এবং সরকারিভাবে ব্যবহৃত পরিচয়পত্র ও নথিপত্রের জন্য তাদের সাদা ইউনিফর্ম পরিহিত ব্যক্তিগত ছবি তোলা হয়। মোট ১৪ জন মন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। নতুন মন্ত্রিসভার নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত ।
পরিচয়পত্রের ছবি তোলার পর মন্ত্রীরা সকাল ১১টায় আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
অনুষ্ঠানের পর তারা একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠকের জন্য সরকারি ভবনে ফিরে আসবেন। মন্ত্রিসভাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে ফুমথাম উইচায়াচাই-এর নিয়োগ সম্পর্কে অবহিত করা হবে।
পেতংতার্ন সিনাওয়াত্রার কাছ থেকে প্রধানমন্ত্রিত্ব কেড়ে নেওয়ার কয়েক ঘণ্টা আগে মন্ত্রিসভায় এই রদবদল হয়েছে। সম্প্রতি থাইল্যান্ডের রক্ষণশীল ভুমজাথাই পার্টি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে। এখন ক্ষমতা ধরে রাখতে ছোট ছোট দলগুলোর কাছ থেকে সমর্থন আদায়ে মরিয়া ক্ষমতাসীন জোট।
Comments