কঠোর গোপনীয়তার ও নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল সফল করলেন আইজিপি

কঠোর গোপনীয়তার ও নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল সফল করলেন আইজিপি। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় পুলিশ লাইন্স এ জেলা পুলিশের সদস্যদের সাথে মিলিত হন তিনি। এর আগে আর আর এফ এবং মেট্রপলিটন পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেন তিনি।
পরে পুলিশ হাসপাতাল পরিদর্শনও করেন আইজিপি। তবে এসব স্থানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। আই জি পি সফরের সংবাদ পেয়ে সাংবাদিক রা পুলিশ লাইনে গেলে সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি।
কেন সাংবাদিকদের এড়িয়ে গেলেন আই জিপি কিংবা তার সফরের কি উদ্যেশ্য ছিলো এ নিয়ে কেউ কথা বলতেও রাজি হন নি।
Comments