কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

সারাদেশে নারী শিশু ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সভাপতি মাফিয়া বেগম ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা মনীষা চক্রবর্তী, কড়াপুর মাধ্যমিক বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক সোনালী কর্মকার,সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ৯ নং ওয়ার্ড শাখার সহ সভাপতি জোহুরা রেখা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার মুরাদনগরে এক নারীকে যেভাবে নির্যাতন করে ভিডিও ধারণ করে প্রচার করা হয়েছে তা কোনো সভ্য সমাজে ভাবা যায় না।নারীটি ধর্ষণের মামলা করার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাতীয় পর্যায়ের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ে। যা নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে।
নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এহেন নারীনির্যাতনের ঘটনা অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। জুলাই অভ্যুত্থানে অর্ধেকের বেশি অংশগ্রহণকারী ছিল নারী শিক্ষার্থীরা। আজ নারীর জন্য নিরাপদ দেশ গড়তে না পারলে তাদের লড়াইকে অবমূল্যায়ন করা হবে। অভ্যুত্থানের পর ও একের পর এক ঘটে চলা নারী নির্যাতন ও নারীবিদ্বেষী তৎপরতা জুলাই অভ্যুত্থানের লক্ষ্যকে ভূলুণ্ঠিত করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেন। যারা ঐ নারীকে নগ্ন ও নির্যাতন করে ভিডিও ধারণ করেছে তাদেরকেও গ্রেফতার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।
Comments