সাংবাদিকের ওপর বখাটের হামলা, ক্যামেরা ভাঙচুর

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক সৈয়দ মাজহারুল ইসলাম রুবেলের ওপর হামলা চালিয়েছে স্থানীয় এক বখাটে। এসময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ক্যামেরা ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া বাজারের নির্মানাধীন ঈদগাহ মাঠে।
হামলার স্বীকার সাংবাদিক মাজহারুল ইসলাম রুবেল জানান, চেঙ্গুটিয়া বাজারের নির্মানাধীন ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাঁধা প্রদান করে স্থানীয় আব্দুল হক তালুকদারের বখাটে ছেলে রিয়াদ তালুকদার। এসময় তিনি (রুবেল) বখাটের বাঁধা প্রদানের ভিডিও ধারন করায় ক্ষিপ্ত হয়ে সে (রিয়াদ) হামলা চালিয়ে জোরপূর্বক মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।
এ ব্যাপারে অভিযুক্ত রিয়াদ তালুকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অপরদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ক্যামেরা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারী বখাটে রিয়াদ তালুকদারকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতী দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সহ স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা।
Comments