জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন

দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ ৫ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটি।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা দাবি করেন, গণঅভ্যুত্থানের দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই ঘোষনাপত্র দিতে পারেনি সরকার। ঘোষনাপত্র নিয়ে তালবাহানা করা হচ্ছে। এসময় তারা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষনা পত্র প্রকাশের দাবি জানান।
দাবি গুলো হলোঃ
১. আগামী ৭ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে
২. আমরা দেখেছি আমাদের আহত যোদ্ধারা সু চিকিৎসা পাচ্ছে না হসপিটালে কাতরাচ্ছে, তাদেরকে অতীদ্রুত সু-চিকিৎসা প্রধান করতে হবে।
৩. গণহত্যার সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার করতে হবে
৪. আওয়ামীলীগ এর দোষররা এখনো নির্ভয়ে ঘুরে বেডাচ্ছে তাদেরকে অতীদ্রুত আইনের আওতায় আনতে হবে।
৫. আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী না সিদ্ধান্ত ইসির " প্রধান উপদেষ্টার এমন বক্তব্য Withdrew করতে হবে।
এছাড়াও সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী না সিদ্ধান্ত ইসির প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারের ও দাবি জানান তারা। গণহত্যার সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার করা, আওয়ামী লীগ এর দোষরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক সাব্বির হোসেন সোহাগ। এসময় জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments