মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীসহ ২ জন নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ দুই জন নিহত হয়েছে। দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যে তাম্পিনের কামপুং বারুতে স্থানীয় সময় বুধবার ( ১৮ জুন) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ি ও একটি হোন্ডা সি ১০০ মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশী এক নির্মাণ শ্রমিক। তিনি পিছনের ছিটে বসে ছিলেন, মোটরসাইকেল আরোহী স্থানীয় নাগরিক কে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাদের বয়স যথাক্রমে ২০-৪০ বছরের মধ্যে।
তামপিন পুলিশের প্রধান আমিরুদ্দিন সারিম্যান জানান, গাড়ি চালক ট্রাফিক আইন অনুযায়ী সবুজ সংকেত থাকায় সামনের দিকে এগিয়ে যায়, এ সময় ডান দিক থেকে ট্রাফিক আইন ভঙ্গ করে মোটরসাইকেলটি গাড়িতে মেরে দেয়।
এ সময় গাড়ির ড্রাইভার আঘাত পেলে স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বাংলাদেশী ও স্থানের নাগরিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য তামপিন হাসপাতালের ফরেন্সিক ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে ।
দুর্ঘটনাটি স্থানীয় সড়ক পরিবহন আইন অনুযায়ী ( এপিজে)১৯৮৭-এর ৪১ (১) ধারায় তদন্ত করা হচ্ছে।
Comments