মালয়েশিয়ায় বাংলাদেশির গাড়িচাপায় পথচারীর মৃত্যু

মালয়েশিয়ায় বেপরোয়া গাড়ি চালিয়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায়, আতিক জামান নামে এক বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত আতিক জামান মাগুরা জেলার শালিখা থানার প্রবাসী যার বয়স ৩৯ বছর।
১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪(১) ধারার অধীনে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়।
স্থানীয় সময় সোমবার ( ১৬ জনু) আদালতে ম্যাজিস্ট্রেট খাইরুন্নিসাক হাসনির সামনে একজন দোভাষী আতিক জামানকে বাংলায় অভিযোগ পড়ে শোনান। যদিও আতিক জামান এর বিরুদ্ধে আনা অভিযোগটি অস্বীকার করেন তিনি।
ম্যাজিস্ট্রেট বাংলাদেশি দোভাষীর উপস্থিতি এবং মামলার পুনঃশুনানির জন্য ১১ অগাস্ট দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ জুন আতিক জামান কুয়ালালামপুর সেন্টুল থেকে জিনজাং -এর এর দিকে যাওয়ার সময় একটি নিশান গাড়ি ( কালো) জালান ইপুতে হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারায়।
প্রথম একটি গাড়িকে ধাক্কা দিয়ে, পরে মোহাম্মদ রিজুয়ান জামাল নামে এক পথচারীকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় পথচারী সেতুর নিচে পড়ে গিয়ে নিখোঁজ হন। এর পর দিন সকালে ৮ টায় ১৪ জুন ঘটনাস্থলের ১৫০ মিটার দূরে তার মৃতদেহ খুঁজে পান উদ্ধার কর্মীরা।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুয়ালালামপুর হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
স্থানীয় সড়ক বিভাগ আইন অনুযায়ী, আতিক জামান দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ হাজার রিংগিত জরিমানা এবং পাঁচ বছরের কারাদণ্ড বা উভায়দণ্ড হতে পারে।
Comments