বড়াইগ্রামে শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া

নাটোরে বড়াইগ্রামে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা সেচ্ছাসেবকদলের পক্ষ থেকে কয়েন বাজারে এই খাবার বিতরণ করা হয়।
উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জহিরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহিন খলিফা, গোপালপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আজিজুল খলিফা,ধানাইদহ কলেজের এ্যাডঃ মাহফুজুল হক খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
Comments