গভীর শ্রদ্ধায় গাইবান্ধায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।
গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের মাধ্যমে রোববার (১৪ ডিসেম্বর) গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, গাইবান্ধা প্রেসক্লাব, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। সকালে গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য গোলাম রব্বানী মুসা ও খায়রুল ইসলাম শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিমউদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব আব্দুল মজিদ, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে জাতির মঙ্গল ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Comments