জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় জামালপুর জেলা বিএনপির উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজ গেইট থেকে একটি শ্রদ্ধাঞ্জলি মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় ফৌতি গোরস্থান বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এসময় তিনি বলেন, "১৪ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক বেদনাবিধুর দিন। জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়।"
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Comments