ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছালেন ১২০০ অভিবাসী

ইংলিশ চ্যানেল পার হয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রায় ১২০০ অভিবাসী। যা সরকারি তথ্য অনুযায়ী এই বছরের রেকর্ড। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা।
এ নিয়ে এ বছর অভিবাসী পারাপারের মোট সংখ্যা ১৪,৮০৮-এ পৌঁছেছে। ফ্রান্স এবং যুক্তরাজ্য সরকার পারাপার রোধে বেশ কয়েকটি পদক্ষেপ নিলেও এই সংখ্যা বেশ বড় বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী ১৮টি ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন।
দেশটির প্রতিরক্ষা সচিব জন হিলি এই প্রচেষ্টাকে আতঙ্কজনক বলে বর্ণনা করেছেন।
যদিও এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে একদিনে ছোট নৌকায় ১,৩০০ অভিবাসী পৌঁছেছিল যুক্তরাজ্যে।
এদিকে, ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত প্রায় ২০০ অভিবাসীকে উদ্ধার করেছে।
অভিবাসীর এই সংখ্যা দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ তিনি অভিবাসী প্রবেশ ঠেকাতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন।
স্টারমার এই মাসে কঠোর নতুন অভিবাসন নীতিমালা ঘোষণা করেছেন যার মধ্যে রয়েছে অভিবাসীদের দেশে বসতি স্থাপনের যোগ্যতা অর্জনের আগে তাদের দ্বিগুণ সময়সীমা দেয়া।
স্টারমারের এই পদক্ষেপগুলোকে ব্যাপকভাবে ভোটারদের সমর্থন ফিরে পেতে এবং ক্রমবর্ধমান জনপ্রিয় কট্টর-ডানপন্থী সংস্কার দলের হুমকি প্রতিহত করার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল।
কিন্তু শনিবারের অভিবাসীর পারাপার স্টারমারের জন্য একটি বড় ধাক্কা বলে জানানো হয় প্রতিবেদনে।
Comments