শেরপুরে পাট উৎপাদনকারী চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরে পাট মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ মে মঙ্গলবার সদর উপজেলা পাট অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা বিএডিসি (বীজ বিপণন) এর সহকারী পরিদর্শক আবু সাইদ মিয়া, সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত প্রমুখ।
এ প্রশিক্ষণে সদর উপজেলার ৭৫ জন পাটচাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে চাষিদের পাট চাষে করণীয় বিভিন্ন বিষয়ে জানানো হয়।
Comments